পেকুয়া(কক্সবাজার)হইতে সংবাদদাতা।
কক্সবাজারের পেকুয়ার প্রবীণ সংবাদকর্মী এস.এম.ছগির আহমদ আজগরীর শশুর মোঃ আনোয়ার হোসন প্রকাশ আনু মিয়া(৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে——— রাজেউন। গতপরশু শুক্রবার রাত সাড়ে দশটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছেন, তিনি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মধ্যম কোনাখালী লতাবুনিয়া কুতুবদিয়া পাড়া এলাকার প্রবীণ সমাজহিতৈষী ব্যক্তিত্ব মরহুম আলহাজ¦ বদিউদ্দিনের পুত্র। দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন রোগশোকে ভুগছিলেন। ঘটনার দিন সোমবার তিনি মসজিদে এশাহর নামায আদায় শেষে স্থানীয় একটি চায়ের স্টলে বসে অন্যান্য দিনের মতো চা খান। পরে, বাড়ি ফিরে রাতের আহার খেতে খেতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুবালে স্ত্রী, ৭ছেলে, ৩মেয়ে, নাতী নাতনী, আত্মীয়-স্বজন ছাড়াও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল শনিবার দুপুর ২টায় চকরিয়া উপজেলার কোনাখালী লতাবুনিয়াপাড়া এলাকার খাতুর বাপের মসজিদে নামাজে জানাযা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।