স্টাফ রিপোর্টার, পেকুয়া :
উপজেলা পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নে পিক-আপের ধাক্কায় আরিফুল্লাহ(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘঠেছে গতকাল সোমবার সকাল ৯টায় বারবাকিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গেইটে। সে ওই ইউনিয়নের চরপাড়া এলাকার আব্দুল মোনাফের শিশু সন্তান বলে জানা গেছে। জানাযায় নিহত আরিফুল্লাহ প্রতিদিনের ন্যায় বাড়ির সামনে রাস্তার পাশে খেলছিল। এসময় বারবাকিয়া বাজারের দিক থেকে আসা ইট বোঝাই পিক-আপটি তাকে ধক্কা দেয়। ঘঠনাস্থল থেকে স্থানীরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে তার পরিবার, আত্বীয়-স্বজনসহ পুরো এলাকায় চলছে শোকের মাতম। এদিকে একই দিন বাদে আছর আরফুল্লাাহর পিত্রালয়ের পুরাতন বাড়ি সদর ইউনিয়নের সাকেক গুলদী জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে তার দাপন সম্পন্ন হয়।