1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

পেকুয়ায় বন্যার্থদের মাঝে ইসলামী ব্যাংকের নগদ অর্থ প্রদান

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০১৫
  • ৮৮ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, পেকুয়া :
পেকুয়ায় বন্যাক্রান্ত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ইসলামী ব্যাংক পেকুয়া শাখা। গতকাল ১৩জুলাই সোমবার সকাল ১১টায় ইসলামী ব্যাংক পেকুয়া শাখা’র উদ্যোগে নগদ এ অর্থ সহায়তা বিতরণ করা হয়। সদর ইউনিয়নের মেহেরনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১৫০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে এক হাজার পাঁচ শত টাকা করে অর্থ সহায়তা হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যাস্থাপনা পরিচালক আবু জাফর, সহকারী ম্যনেজার মহিবুউল্লাহ, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মুছা ও সমাজ সেবক হাজ¦ী শাহ আলম প্রমুখ।

এই বিভাগের আরও খবর
  • ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ‌্য মন্ত্রণালয়ে আবেদিত ।
Site Customized By NewsTech.Com