1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

পেকুয়ায় সু-চিন্তা ফাউন্ডেশনের আশরাফুল ইসলাম সজীবের পক্ষে চাল বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ৬৮ দেখা হয়েছে

pic pekua 02-07-15 (9)-- (Mobile)স্টাফ রিপোর্টার :
বন্যা দূর্গোত এলাকা উপজেলা পেকুয়ার বন্যায় ক্ষতি গ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সু-চিন্তা ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। জানাযায় গতকাল ২জুলাই বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর ইউনিয়নে প্রতি জনকে ৪কেজি করে প্রায় ৩০০ পরিবারে মাঝে  এ চাল বিতরণ করা হয়। সু-চিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়কারী ড.মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব এর ব্যাক্তিগত অর্থায়নে পেকুয়ায় ফাউন্ডেশনের পক্ষে জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সদর ইউনিয়নের সাবেক তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী এড. কামাল হোছাইন নেতৃত্বে এ চাল বিতরণ করেছেন সু-চিন্তা ফউন্ডেশনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক এম.কফিল উদ্দিন বাহাদুর, সু-চিন্তা ফউন্ডেশনের উপজেলা আহবায়ক এড.মোহাম্মদ রাশেদুল কবির, যুগ্ন-আহবায়ক রেজাউল করিম রেজা, সু-চিন্তা ফউন্ডেশনের যুগ্ন আহবায়ক ডা. শরিফুল ইসলাম রিফাত, ইসমাঈল হোসাইন চৌং, শাহাদাতুল কবির, মোহাম্মদ মতিউর রহমান, ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ কাইছার, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল মন্নান, ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ কাইছার(২), ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফারুখ আজাদ, মগনামা ইউনিয়ন সু-চিন্তা ফাউন্ডেশনের এম.মনছুর আলম নানক ও সাইদুর রহমান সোহেল প্রমূখ।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com