ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সেক্রেটারী সালাউদ্দিন মাহমুদ বলেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মরুকরনের হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে অধিক পরিমানে গাছ লাগাতে হবে। আমাদের প্রতিবেশি ভারত দু’দেশে বিদ্যমান নদীগুলোতে বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুকরনের দিকে ঠেলে দিচ্ছে। সে সাথে শুকনো মৌসুমে যখন চাষাবাদের জন্য পানির প্রয়োজন পড়ে তখন দেশের উত্তরাঞ্চলের তীব্র খরার সৃষ্টি হয়। আর বর্ষার সময়ে তারা তাদের নদীতে দেয়া বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যার পানিতে ডুবিয়ে রাখে। তাছাড়া দেশে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার জন্য ঘর বাড়ি বানাতে গিয়ে মানুষ অধিক হারে বনভূমি উজাড় করে দিচ্ছে। এ কারণেই দেশে প্রতি বছর বিভিন্ন রকম বন্যা, খরা, জলোচ্ছাস,নদী ভাঙ্গন সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এসব দুর্যোগের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে প্রতিটি নাগরিককে যত বেশি সম্ভব বনায়ন সৃষ্টি করতে হবে।
ইসলামী ছাত্রশিবির ঘোষিত বৃক্ষরোপন অভিযান উপলক্ষে চকবাজার থানা আয়োজিত গাছের চারা বিতরণ ও রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ (১১.০৮.১৫) এসব কথা বলেন। চকবাজার থানা সভাপতি এম.সালাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী আনোয়ারুল ইসলাম এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সমাজ সেবক আব্দুল হান্নান, মো.মাসুদ, শিবির নেতা তৌহিদুল ইসলাম,আজগর হোসাইন,আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বিরূপ পরিবেশের হাত থেকে দেশকে রক্ষার পাশাপাশি নিজেদের পূণ্য ভারী করার জন্য বেশি বেশি গাছ রোপন ও তা সংরক্ষনের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শেষে উপস্থিত সকলের মাঝে অতিথিবৃন্দ নানা প্রজাতির গাছের চারা বিতরণ করেন।