কক্সবাজার অলো ডেস্ক :
অপূর্ব খুব রাফ অ্যান্ড টাফ ছেলে। সে বাইকে স্টান্ট করে, আর বন্ধুদের নিয়ে দাপিয়ে বেড়ায় পুরো শহর। তার এইসব মাস্তানির জন্য মা-বাবাহীন একমাত্র ছোট ভাইয়ের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন। একদিন একটি দুর্ঘটনার মাধ্যমে তার পরিচয় হয় শবনম ফারিয়ার সঙ্গে। বদলে যেতে থাকে তার জীবন। মারুফ আহমেদ সোহাগের রচনা ও পরিচালনায় ‘ব্যাক টু লাভ’ শিরোনামে একটি নাটকে এভাবেই হাজির হবেন অপূর্ব। নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্ব ও শবনম ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের যাহের আলভী, জি.এম. শহিদ আরো অনেকে। নাটকটিতে ফারিয়া খুব একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন, যিনি হাতে তুড়ি মেরে কথা বলেন, রাস্তায় বখাটেদের শায়েস্তা করেন ইত্যাদি। নাটকটিতে গান রয়েছে দুইটি। গানের কথা তাহসান শুভ ও গান গেয়েছে উদয় রহমান। সম্প্রতি গুলশান, বনানী, হাতিরঝিল সহ রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়।