কক্সবাজার আলো ডেস্ক :
ফেসবুকে প্রেম। অতঃপর প্রেমিকার টানে লালমনিরহাটের হাড়িভাঙ্গায় এসে লাশ হলেন বেসরকারী কোম্পানীর প্রকৌশলী গোলাম আজম। নিহতের পরিবারের দাবী তাকে হত্যা করেছে প্রেমিকার পরিবার। নিহত প্রকৌশলীর বাড়ী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দশলিয়া গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক।
জানা গেছে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দশলিয়া গ্রামের মোজাম্মেল হক এর পুত্র গোলাম আজম নরসিংদীতে আরএফএল গ্রুপের কারখানায় সহকারী প্রকৌশলী পদে চাকুরী করতেন। তার সঙ্গে ফেসবুকে প্রেম হয় লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা মৃত আব্দুর রশিদের কন্যা এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী বেবী ফারজানা আক্তার নদীর। নদী তার মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন। একপর্যায়ে প্রেমের টানে গোলাম আজম লালমনিরহাটে চলে আসেন নদীর বাড়ীতে। পরে নিখোঁজ থাকার পর লালমনিরহাট সদর হাসপাতালে তার লাশ মেলে। নিহত প্রকৌশলী গোলাম আজমের পরিবারের দাবি, তাকে ডেকে এনে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রেমিকা নদীর পরিবারের লোকজন গোলাম আজমকে হত্যা করে লাশ কৌশলে হাসপাতালে ফেলে পালিয়ে গেছে বলে তারা অভিযোগ করেছেন।