মহেশখালী প্রতিনিধি :
বঙ্গোপসাগরের এক মাছ ধরার ফিশিং ট্রলার ডাকাতির শিকার হয়েছে। ডাকাত দল সাগরের ১৪ বিয়া নামক স্থানে ২৫ জন মাঝি মাল্লাকে অস্ত্রের জিম্মি অপর একটি ট্রলারে তুলে দেয়। এসময় ট্রলারের আহরণ কৃত প্রায় ৩লক্ষাধিক মূল্যের কাচা মাছ লুট করে নিয়ে যায়। ট্রলারের মালিক মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা গ্রামের মরহুম হাজী আবুল হোসেন এর পুত্র শফিউল আলম প্রকাশ সব্বির আাহাম্মদ এর মালিকানাধীন ৬৫ অর্শ্বশক্তি এফবি রিফা ফিশিং ট্রলারটি ৪ আগস্ট সাগরে মাছ ধরতে যায়। ট্রলারটি মাছ আহরণ শেষে মোবাইল ফোনে যোগাযোগ না পেয়ে সাগরের অনেক স্থানে সন্ধান করতে থাকে । শেষ পর্যন্ত সন্ধান না পেয়ে ট্রলার মালিক ভবিষ্যৎ নিরাপত্তার জন্য মহেশখালী থানায় ৬ আগস্ট সকাল ১০টায় মহেশখালী থানায় একটি সাধারণ ডায়রী লিপিবব্ধ করে। যার নং ২২৭ -০৬/০৮/১৫ইং। জিডি লিপিবদ্ধ করার পর বৃস্থপতিবার সন্ধায় অপর একটি ট্রলার কুতুবদিয়া চ্যানেলে ২৫ জন মাঝি মাল্লাকে নামিয়ে দেওয়া সংবাদ পায় ট্রলারের মালিক। রিপোর্ট লিখা পর্যন্ত ট্রলার সহ ৬৫ অর্শ্বশক্তি ইঞ্জিন ১০টি বিহিঙ্গি জাল ও আহরণ কৃত মাছের কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যপারে মহেশখালী থানার ওসি সাইকুল আহাম্মদ ভূইয়া জানান, সাগরে ট্রলার ডাকাতির বিষয়ে একটি সাধারণ ডায়রী লিপিবদ্ধ হয়েছে ডাকাত ও ট্রলারের সন্ধান নিতে পুলিশের প্রচেষ্টা চালানো হচ্ছে।