সংবাদ বিজ্ঞপ্তি :
বাঁকখালী বাঁচবে কক্সবাজার বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে বাঁকখালী নদী দখল দূষণ ও ভরাট একাল-সেকালের ইতিহাস ঐতিহ্য সহ বহু প্রাসঙ্গিক লেখা নিয়ে ‘বাঁকখালীর আকুতি’ নামে বাকঁখালী নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে একটি বিশেষ প্রকাশনা শীঘ্রই আসছে। এই যাত্রায় বাঁকখালী সক্রান্ত যেকোন লেখা আপনিও পাঠাতে পারেন। লেখা পাঠানোর শেষ তারিখ-২২ আগষ্ট ।
লেখা পাঠানোর আহ্বান করেছে প্রধান সম্পাদক সরওয়ার আলম, সম্পাদক আব্দুল আলীম নোবেল
মুঠোফোন- ০১৬৭৪৩৫৫২২২,০১৮২৪-৪০৩০৮৩, ইমেইল: পড়ীঢ়ৎঁফ@মসধরষ.পড়স