1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ৭৬ দেখা হয়েছে

বার্তা পরিবেশক :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১০ জুলাই শুক্রবার দুপুর ২টায় জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর এর সভাপত্তিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্রগ্রাম বিভাগীয় সভাপতি শ্রমিক নেতা মুহাম্মদ ইসহাক,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সেক্রেটারী ও সদর উপজেলা চেয়ারম্যান জনাব জিএম রহিমুল্লাহ,শ্রমিক কল্যান ফেডারেশন চট্রগ্রাম বিভাগীয় সেক্রেটারী সেলিম পাটোয়ারী, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, বক্তব্য রাখেন, হাজ্বী ছৈয়দ আলম, সিরাজুল ইসলাম আনু মেম্বার, ছৈয়দ করিম, নুরুল ইসলাম, আমিনুল ইসলাম হাসান, এডভোকেট রফিকুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান, এমইউ বাহাদুর প্রমূখ নেতৃবৃন্দ। সম্মেলনে মাওলানা মুহাম্মদ আলমগীরকে সভাপতি, শহিদুল মোস্তফা চৌধুরীকে সেক্রেটারী ও এডভোকেট রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৫/১৬ সেশনের জন্য ৩৩ সদস্য কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com