বান্দরবানের রোয়াংছড়ির পাহাড়ে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে রোয়াংছড়ির খামতাম পাড়ায় এ ঘটনা ঘটে।
কেএনএফ এবং ইউপিডিএফ-সংস্কার এর মধ্যে এ গোলাগুলি হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। তবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান আটজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
নিহতের মধ্যে সাত জনের পরিচয় মিলেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
এ ঘটনার পর খামতাম পাড়া এলাকায় পাড়াবাসীরা যেন আতঙ্কে না থাকেন সেজন্য নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, রোয়াংছড়ি খামতাম পাড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এছাড়া পাহাড়ের সার্বিক নিরাপত্তার জন্য পাহাড়ে পুলিশি নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়েছে পুলিশ। বর্তমানে ময়নাতদন্ত শেষে ৮ মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
এদিকে নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা জানান, নিহতরা সবাই কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্য। তবে প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিক নাকি জেএসএস সংস্কার তা জানাতে পারেনি। কি কারণে এ গোলাগুলির ঘটনা তাও জানাতে পারেনি স্থানীয়রা।