1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

বিয়ে নয়, আবারও প্রেম করবেন সালমান

  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১২৭ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : ‘দাবাং’ তারকা সালমানের বিয়ে বলিউডের অন্যতম আলোচিত বিষয়। সম্প্রতি এ্যারেঞ্জ ম্যারেজের নিয়ে কথা বলে বেশ হৈচৈ তুলেছেন এ সুপারস্টার। কয়েকদিন না যেতেই উল্টোমুখী হলেন সালমান। যদিও সে সময় আক্ষেপ করেছিলেন, কেউ তাকে বিয়ের প্রস্তাব দেয়নি। এনডিটিভি জানায়, সম্প্রতি এ্যারেঞ্জ ম্যারেজের উল্টো সুরে কথা বললেন সালমান। এর বদলে প্রেমের বিশ্বাসী বলে জানান। ‘বাজরঙ্গী ভাইজান’ সিনেমার ‘আজ কি পার্টি’ শিরোনামের গানের লঞ্চ অনুষ্ঠানে এ কথা বলেন। এর আগে ডিএনএ’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি এ্যারেঞ্জ ম্যারেজ করতে প্রস্তুত। প্রেমের কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হন এ তারকা। তার কারণও রয়েছে। তার সাবেক প্রেমিকার তালিকায় আছেন সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, এলি আব্রাম, স্নেহা উলাল, ক্লডিয়া চেসলি, সানা খান, সোমি আলী ও লুলিয়া ভান্টুরের মত তারকারা। তাই হয়ত প্রেমের মোহ ছাড়তে রাজি নন ভাইজান। সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান প্রযোজিত সিনেমা ‘হিরো’র ফার্স্টলুক। সুরজ পাঞ্চালি ও আথিয়া শেঠি অভিনীত সিনেমাটি মুক্তি পাবে ৪ সেপ্টেম্বর। একইদিন মুক্তি পাচ্ছে ক্যাটরিনা ও সাইফ আলী খানের আলোচিত সিনেমা ‘ফ্যান্টম’। এ সিনেমার মাধ্যমে প্রাক্তন প্রেমিকার সঙ্গে বক্সে অফিসে লড়তে যাচ্ছেন বলেও গুজব উঠেছে। এ প্রসঙ্গে সালমান বলেন, ‘ফ্যান্টমও আমাদের নিজেদের সিনেমা।’

এই বিভাগের আরও খবর
  • ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ‌্য মন্ত্রণালয়ে আবেদিত ।
Site Customized By NewsTech.Com