নিজস্ব প্রতিবেদন : কক্সবাজার সদরের ভারুয়াখালী থেকে মানবপাচারকারী সন্দেহে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ১২ জুলাই রবিবার দুপুর সাড়ে ২ টার দিকে আনুর বাজার এলাকার থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর ওই এলাকার মকবুল আহমদের পুত্র বলে জানা যায়।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ আহমেদ ভুঁইয়া জানান, আটক জাহাঙ্গীর আলম মালয়েশিয়ায় মানবপাচারকারী এ রকম অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে । তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ।