বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. blog
  2. Download Firmware
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লুসিভ
  10. কক্সবাজার
  11. করোনাভাইরাস
  12. খেলাধুলা
  13. জাতীয়
  14. জেলা-উপজেলা
  15. পর্যটন

ভেসে আসা ট্রলারে ১০ লাশ: পাঁচ দিনের রিমান্ডে দুই আসামি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৭, ২০২৩ ৯:৫৮ পূর্বাহ্ণ

সাগরে ট্রলারের মাধ্যমে কক্সবাজারে ভেসে আসা ১০ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। পরে কক্সবাজার সদরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চ্যঙ্গা পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক সামশুল আলম ওরফে সামশু মাঝির স্ত্রী রোকেয়া আকতার বাদী হয়ে করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই দূর্জয় বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

দূর্জয় বলেন, আদালতের আদেশ পাওয়ার পর বুধবার থেকে এদের রিমান্ডের নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনায় এজাহারভুক্ত অপর ২ আসামিসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের পাঁচটি দল মাঠে কাজ করছেন।

রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন- মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকার মুহাম্মদ ইলিয়াছের ছেলে ট্রলার মালিক বাইট্টা কামাল (৪৫) ও হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে মামলার ৪ নম্বর আসামি নুরুল করিম ওরফে করিম সিকদার মাঝি (৫৫)। এরা দুজন মঙ্গলবার গ্রেপ্তার হন।

এজাহারের উল্লেখ থাকা অন্য দুই আসামি হলেন- মাতারবাড়ির আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গত ২৩ এপ্রিল ট্রলারের বরফ রাখার কক্ষ থেকে ওই ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজনের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। কয়েকজনের শরীরে জাল প্যাঁচানো ছিল। একটি লাশের গলা থেকে মাথা ছিল বিচ্ছিন্ন। আরেকটি লাশের হাত বিচ্ছিন্ন পাওয়া গেছে। লাশগুলো ট্রলারের যে কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে, সেই কক্ষের ঢাকনাও পেরেক দিয়ে আটকে দেওয়া হয়েছিল। অথচ ট্রলারের জাল ও ইঞ্জিন রয়ে গেছে। তাই মনে হচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত।

গুরা মিয়া নামের এক ব্যক্তির মালিকানাধীন ট্রলারটি সাগরে ভাসমান থাকা ট্রলারটি কক্সবাজারের নাজিরারটেক উপকূলে নিয়ে আসে। আর ওই ট্রলারের কোল্ড স্টোরেজে হাত-পা বাঁধা ১০ জনের লাশ উদ্ধার করা হয়।

ইতোমধ্যে উদ্ধার হওয়া ছয়জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করলেও মর্গে রয়ে গেছে চারজনের মরদেহ। ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এ চারজনের পরিচয়। এরপরই চারজনের লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সর্বশেষ - উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পৌরসভা নির্বাচন: স্বতন্ত্র মেয়র প্রার্থীর জন্য ৪’শ ও কাউন্সিলর প্রার্থীর জন্য ৫০ জনের সমর্থন লাগবে

পাওয়া গেল করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্তে কমিটি গঠন

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক কবি মূহম্মদ নূরুল হুদার জীবন ও কর্ম

কুতুবদিয়ায় প্রধান শিক্ষক হলেন ২৩ সহকারি শিক্ষক

সভাপতির ফাঁসি দাবিতে ছাত্রলীগের ধর্মঘট

মেধা বিকাশে বই পড়তে হবে-ডা. খলিলুর রহমান

ইংলিশ মিডিয়ামে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত জরুরি

মধ্যরাতে ঢাবি’র হলে ৩৫ কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের ছাত্রলীগের মারধর

বনপা’র সদস্যদের বিভ্রান্তি করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান