এফ এম সুমন পেকুয়া :
সম্প্রতি পেকুয়া উপজেলার মগনামার ইউনিয়নে ঘূর্ণিঝড় কোমেন ও বন্যা ব্যাপক ভাবে আঘাত হানে।যার ফলে মগনামার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।মানুষের দূর্ভোগ চরম আকার ধারন করে।এই দূর্গত মানুষের মাঝে আজ শুক্রবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সেমাসাইটি কক্সবাজার জেলা ইউনিট নগদ অর্থ ও ত্রান বিতরণ করেন।এই সময় উপস্থিত ছিলেন,রেডক্রিসেন্ট কক্সবাজার জেলা ইউনিটের সাধারন সম্পাদক আবুহেনা মোস্তাফা কামাল চৌধুরী।(এন ডি আর টি) সদস্য খান মোহাম্মদ তাজুল ইসলাম,(আই এফ আর) সদস্য জেড এইচ হিমেল,মরিয়ম কাউসার।ইউনিট লেভেল অফিসার আব্দুল বারী।এই সময় মগনামার ৩৫০ জন মানুষের মাঝে নগদ ৩ হাজার টাকা ও একটি করে তারপরিন এবং ১০টি খাবার স্যালাইন বিতরন করা হয়।