স.ম.ইকবাল বাহার চৌধুরী :
মহেশখালী উপজেলার ক্রাইজোন হোয়ানক ইউনিয়নের কেরুনতলীতে দু’সন্ত্রাসীদের গোলাগুলিতে মোজাম্মেল হক (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। জানা যায় , চিংড়িঘের দখলকে কেন্দ্র করে (আজ) ৩১ আগষ্ট সোমবার ভোরে কেরুনতলী পশ্চিমে স্লুইচগেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সন্ত্রাসী কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার চাঁনমিয়া মাঝির পুত্র প্রতিপক্ষের হাতে মারা যাওয়া সন্ত্রাসী খলিলের ভাই। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল ইসলাম ভুঁইয়া সত্যতা নিশ্চিত করেছেন।
পছন্দ করুন ।