এ.এম হোবাইব সজীব,
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার হাটখালী চ্যানেল থেকে ২ টি লবণ বোঝাই কার্গো ট্রলার অস্ত্র মুখে জিম্মি করে গভীর প্যারাবনে নিয়ে আটকিয়ে রেখেছে। নিয়ে যাওয়া ট্রলার ২টির মাঝিকে জিম্মি করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায়।
মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের আব্দুল আলীম ও মাতারবাড়ীর নাছিরের মালিকানাধীন দু’টি কার্গো ট্রলার লবণ বোঝাই করে গত বুধবার সকালে নারায়ণ গঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলার দু’টি বাঁশখালী উপজেলার হাটখালী চ্যালেন এ পৌঁছা মাত্রই স্বশস্ত্র জলদস্যুরা অপর ট্রলার যোগে এসে বেপরোয়া গুলি বষর্ণ করে ট্রলার দু’টিকে থামাতে বাধ্য করে। অস্ত্রের মুখে ট্রলারের মাঝি আবুল কাশেম ও নুরুল কবির কে জিম্মি করে জলদস্যুদের ট্রলারে উঠিয়ে নেয় এবং ট্রলার দু’টি প্যারাবন এলাকায় নিয়ে অপরাপর জলদস্যুরা পাহারা অবস্থায় রেখে দেয়। সেখান থেকে ট্রলার মাঝিদের নিজস্ব মোবাইল থেকে স্ব স্ব ট্রলার মালিকদের কাছ থেকে ১৫ লাখ করে ৩০ লাখ টাকা মুক্তি পণ দাবি করছে। তারা মোবাইল ফোনে আরো জানান, জলদস্যুদের আস্তানায় মহেশখালীর আরো ৮জন মাঝিকেও আটক করে রেখেছে। মাতারবাড়ী ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বশির আহমদ এ সংবাদ পেয়ে বাঁশখালী থানার ওসি ও মহেশখালী থানার ওসিকে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানিয়েছেন। তিনি আরো জানান বাঁশখালী থানার ওসি অপহৃতদের উদ্ধারের জন্য স্থল ও জল পথে সকাল থেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।