আমিনুল কবির,কক্সবাজার আলো :
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এনজিওর পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় টেকনাফ উপজেলার মিঠাপানির ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক টেকনাফ নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ সাদেক (২৮) ও যাত্রী জালিয়াপাড়ার বাসিন্দা মাহফুজা বেগম (২৬)। তবে তাৎক্ষনিক আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ মিঠাপানির ছড়া এলাকায় আন্তর্জাতিক সংস্থা ডব্লিএফপির পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে সিএনজি চালকসহ গাড়ীটির এক নারী যাত্রী নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাটিয়েছে।