নিজস্ব প্রতিবেদকঃ দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষে কনসাল শাহ মোহাম্মদ তানভির মনসুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব সম্মানিত প্রবাসীরাকে জনস্বার্থে জানানো হয়, ডিজিটাল বা মেশিন রিডেবল পাসপোর্ট (গজচ) আগের প্রচলিত নিয়মে হাতে লেখা পাসপোর্টের মতো রিনিউ বা নবায়ন করা যায় না। তাই মেশিন রিডেবল পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তা আবার নতুন করে ইস্যু বা তৈরি করতে হয়, যাতে ২-৩ মাস সময় লাগে। অতএব সব বাংলাদেশি সেবা গ্রাহককে নিজ নিজ মেশিন রিডেবল পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৪-৫ মাস আগে নতুন মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, একটি মেশিন রিডেবল পাসপোর্টের মেয়াদ ৫ বছর পর উত্তীর্ণ হয়। অন্যদিকে যারা এখনো হাতে লিখা পাসপোর্ট ব্যবহার করছেন নভেম্বরের ২৫ তারিখের পর ভিসা কিংবা পাসপোর্টের মেয়াদ থাকলেও ওই পাসপোর্ট ব্যবহার করা সম্ভব হবে না বিধায় তাদের অতিসত্বর মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করতে অনুরোধ করা হয়েছে।