ম্যাচের শেষ মুহূর্তে বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির গোলে মেক্সিকোর বিরুদ্ধে কোন রকম হার এড়িয়েছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অথচ আগের ম্যাচে বলিভিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল টাটা মার্টিনোর শিষ্যরা।
বুধবার সকালে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে মেসির আর্জেন্টিনা। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেক্সিকোকে ১-০তে এগিয়ে দেন দলের তারকা খেলোয়াড় জাভিয়ের হার্নান্দেজ। প্রথমার্ধে গোল পরিশোধে আর্জেন্টিনা মরিয়া হয়ে উঠলেও ওই এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আকাশি-নীল জার্সিধারীরা।
বিরতির পর ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হেক্টর হেরেরা। তবে ৮৫ মিনিটে গোল করে ব্যবধান কমান সার্জিও আগুয়েরো। শেষ সময়ে দল যখন হারের দ্বারপ্রান্তে তখন দৃশ্যপটে হাজির হন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ম্যাচের ৮৯ মিনিটে তার গোলেই শেষ রক্ষা হয় আর্জেন্টিনার। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দু’দল।