নিজস্ব প্রতিবেদক, রামু :
রামুতে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেল সংঘর্ষে হেলাল উদ্দিন (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ২৪ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১০ টায় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল নামক স্থানে দূর্ঘটনাটি সংঘটিত হয়।
নিহত হেলাল উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি এলাকার আবুল বশরের ছেলে। তিনি কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাষ্টার পাড়া সুলতানিয়া নূরানী একাডেমির প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি। তিনি সাংবাদিকদের জানান, শান্তি পরিবহন নামে একটি বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হলে শিক্ষক হেলাল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।