1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

শাহ্ পরীরদ্বীপ ফুটবল টিমের গোল কিপার নাহিদের চাচা আর নেই

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৭৬ দেখা হয়েছে
মরহুম মোঃ খাইর হোসেন (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক :
টেকনাফ শাহ্ পরীর দ্বীপ ফুটবল টিমের গোল কিপার নায়েম ইসলাম নাহিদের চাচা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ২ টার দিকে তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের
শাহ্ পরীর দ্বীপ পূর্ব উত্তর পাড়ার মৃত্যু বশির উল্লাহ ৩য় পুত্র মোঃ খাইর হোসেন।

আজ মাগরিবের নামাজের পর শাহ্ পরীর দ্বীপ তিন রাস্তার মাথার ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।

শাহ্ পরীর দ্বীপ ফুটবল টিমের গোলকিপার নায়েমের চাচার এই মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন টেকনাফ উপজেলার খেলোয়াড ও বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন ক্রীড়া সংগঠন পরিবার।

বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন আল্লাহ যেন মরহুমকে জান্নাত নসিব করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com