কক্সবাজার আলো ডেস্ক :
সাকিব আল হাসান ও উম্মে শিশিরের বিয়ে হয়েছে তিন বছর পার হয়ে গেছে। সামনের নভেম্বরেই তারা দুজন থেকে হয়ে যাবেন তিনজন। তাদের ঘর আলো করে আসছেন নতুন অতিথি। সেই জন্য শিশির এই মুহূর্তে রয়েছেন আমেরিকাতে। শিশির আমেরিকাতে থাকলেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে সাকিব বাংলাদেশেই অবস্থান করছেন। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন অজিদের বিপক্ষে ভালো খেলার জন্য। তবে এই সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির নিজের অফিশিয়াল আইডিতে একটি ছবি পোষ্ট করেন যেখানে দুটি বালিশের ছবি দেখা যাচ্ছে। একটি বালিশে লেখা ‘মিঃ রাইট’ এবং আরেকটি বালিশে লেখা ‘মিসেস অলওয়েজ রাইট।’ পোস্টের কমেন্টে সাকিব লিখেছেন, ‘আমি একেবারেই একমত নই।’ পাল্টা জবাবে শিশির লেখেন, ‘আমি জানি তুমি খুব ভালো, কারন আমি সবসময় উচিৎ কথা বলি।’