কক্সবাজার আলো ডেস্ক :
অনেকদিন ধরেই সাকিব আল হাসান বেসরকারি মোবাইল অপারেটর ‘বাংলালিংক’ এর পণ্যদূত হিসেবে কাজ করছেন। এবার বাংলালিংক এর একটি বিজ্ঞাপনী পোস্টারে দেখা গেল তার স্ত্রী শিশিরকেও। অফারটির নাম ‘চাওয়ার থেকে বেশি পাওয়া।’ বাংলালিংকের ফেসবুক পেজে পোস্ট করা পোস্টারটিতে দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল শিশিরের দিকে একটি কালো রঙের উল্টানো হ্যাট বাড়িয়ে দিয়ে হাসছেন সাকিবও!