কক্সবাজারের টেকনাফে সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি মূল্যের ক্রিস্টাল মেথ আইস এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
আটক মো. সাকের আলী মিয়ানমারের মৃত কালু মিয়ার ছেলে। তিনি টেকনাফের বি-ব্লকের ২৫ নম্বর ক্যাম্পে বসবাস করেন।
বিজিবির একটি সূত্র জানায়, রবিবার রাতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে, দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৯ থেকে ৪০০ গজ উত্তর-পূর্ব দিকে ওমরখাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। ওই খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুটি বিশেষ টহল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগান ও নাফ নদীতে অবস্থান নেয়। রাত সোয়া ১২টার দিকে বিজিবি টহল দল একজন চোরাকারবারিকে মিয়ানমার থেকে সাঁতরে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। ওই চোরাকারবারি শূন্য রেখা অতিক্রম করে নদীর তীরবর্তী স্থানে এলে বিজিবি টহল দল তাকে আটক করে।
পরে চোরাকারবারির শরীর তল্লাশি করে তার কোমরে গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাঁচ কোটি ৬০ লাখ টাকা মূল্যের এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘আটক সাকের আলীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। আর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট থানায় জমা দেয়া হয়েছে।’