নিজস্ব প্রতিবেদক : পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় পড়া শুরু হয়েছে। সোমবার দুপুর দুইটার পর দেড় বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের মামলার রায় পড়া শুরু করেন বিচারক।
রায় ঘোষণাকে কেন্দ্র করে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালত পাড়ার চারপাশে, পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়েছে নিরাপত্তাকর্মী। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর নানা বিভাগের লোকজন কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সব আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর তাদের নেওয়া হয় এজলাসে। তাদের উপস্থিতিতেই রায় পড়া শুরু করেন বিচারক।