এম.এ.সাবলু হৃদয়, সিলেট অফিস : সিলেট শহরতলীর জালালাবাদ থানার পাশ্বর্তী সোনাতলা ও লামারগাও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ২৮ জুন রোববার রাত তারাবির পর থেকে ১২টা পর্যন্ত কয়েক দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাত দেড়টায় ঘটনাস্থল থেকে সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম জানান, সামান্য ভুল বোঝাবুঝি থেকে সোনাতলা ও লামারগাওয়ের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ নিয়ে কয়েক দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। তবে ঘটনার শুরু থেকে এলাকার মুরব্বীরা উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করতে কাজ করছিলেন। এ নিয়ে রাত ১২টার দিকে পুনরায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপর সংঘর্ষ হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মুরব্বীরা সালিশের জন্য উভয় পক্ষকে রাতেই সম্মত করেছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে,সোনাতলা বাজারে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুরো বাজার এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ীদের মধ্যে দোকান পাটের নিরাপত্তা নিয়ে আতংক দেখা দেয়। অবশ্য রাতে পুলিশের উপস্থিতি ও যথাযথ ভূমিকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া,সংঘর্ষে আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জালালাবাদ থানার ওসি আকতার হোসেন রাত পৌনে ২টার দিকে দুই গ্রামে সংঘর্ষের কথা জানান। তিনি টিয়ারশেল ছোঁড়ার বিষয়টি ও নিশ্চিত করেন।