এম.এ.সাবলু হৃদয়, সিলেট :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ শ্রীচৈতন্য মন্দির পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি এস.কে সিনহা। গতকাল শুক্রবার সকালে প্রধান বিচারপতি মন্দিরে আসলে স্থানীয় ভক্তরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন। তিনি মন্দিরে প্রতিমা দর্শন, ভক্তি প্রদান ও প্রসাদ গ্রহণ করেন। মন্দিরের সেবা কার্যের খোঁজ খবর নেয়ার পাশাপাশি মন্দিরের বেহাল দশার জন্য উদ্বেগ প্রকাশ করেন তিনি। ঐতিহাসিক স্থান হিসেবে খ্যাত ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের এগিয়ে আসার আহবান জানান সিনহা। এসময় তার সাথে ছিলেন জেলা জজ মনির আহমেদ পাটোয়ারী, সুপ্রীমকোর্টের অতিরিক্ত জজ (নারী ও শিশু নির্যাতন) মোঃ ওয়ালীউল ইসলাম, অতিরিক্ত ডেপুটি রেজিষ্ট্রার সাব্বির ফয়েজ রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম খান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম ফজলুল হক শিবলী, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল কুমার নাথ, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক ভিপি শফিক আহমদ, ডাঃ বি কর্মকার, ডাঃ মৃগেন জেনারেল ও শিশু সার্জন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।