এম.এ.সাবলু হৃদয় সিলেট :
ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় হিরন মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। হিরন মিয়া সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নুর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় হিরন মিয়া রাস্তা পাড়াপরের সময় একটি দ্রুতগ্রামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ সালেক। অপর দিকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শ্রমিকবাহী টেম্পু উল্টে ওয়াজিদ আলী (৫০) নামে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো নয় শ্রমিক। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে কাঠইর-জামালগঞ্জ সড়কের জাল্লাবাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওয়াজিদ আলীর বাড়ি জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের সাচনা গ্রামে।