1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

সুনামগঞ্জে ইঞ্জিন নৌকা ডুবে তিন জনের মৃত্যু : নিখোঁজ ১

  • আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০১৫
  • ১২৬ দেখা হয়েছে

এম.এ.সাবলু হৃদয়, সিলেট :
সুনামগঞ্জের শাল্লায় যাত্রীবাহী ইঞ্জিননৌকা ডুবে তিন নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক  নারী। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ছাপতার হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজেনা বেগম (২৫), জনি (৫) ও প্রীতি (৩)।
পুলিশ জানায়, গতকাল দুপুরে হবিগঞ্জ জেলার আজমিরি থেকে একটি  ইঞ্জিননৌকা ১১ জন যাত্রী নিয়ে শাল্লার উদ্দেশ্যে আসছিল। বিকাল সাড়ে ৩টার দিকে ছাপতার হাওরে পৌঁছালে ঝড়ো হওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। ঘটনার পর স্থানীয়রা নৌকা থেকে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেন। পুলিশ জানায় দুর্ঘটনায় আরও এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, তিন জনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিখোঁজ নারীকে উদ্ধারে স্থানীয়দের নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com