এম.এ.সাবলু হৃদয়, সিলেট : সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়নের নিছনপুরের হাওর ও নোয়াগাঁও হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন,ইউনিয়নের রফিনগর গ্রামের মোঃ নোহালীর ছেলে মিজান (৩১),আব্দুল কাদিরের ছেলে মোকাইম (২৬) ও একই ইউনিয়নের সাদিপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে আব্দুল্লাহ (২২) স্থানীয়রা জানায়, সকালে নৌকায় করে কয়েকজন নিছনপুরের হাওর ও নোয়াগাঁও হাওরে মাছ ধরতে যায়। একই সময় পৃথক হাওরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মিজান, মোকাইম ও আব্দুল্লাহর মৃত্যু হয়।