কক্সবাজার আলো ডেস্ক :
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়ে দেশের সব জেলা ও উপজেলায় চিঠি পাঠিয়েছে বিএনপি। ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গত রোববার ডাকযোগে এ চিঠি পাঠানো হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। আন্দোলন-সংগ্রামে অবদান রয়েছে- তৃণমূলের এমন নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে চিঠিতে।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, তিন বছর পর পর জাতীয় কাউন্সিল করার কথা। ২০০৯ সালের জুনে একসঙ্গে ৭২টি সাংগঠনিক জেলা কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি করা হয়। ওই বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় কাউন্সিল।
খবর নিয়ে জানা গেছে, রোববার পাঠানো চিঠি এখনো সব জেলা ও উপজেলায় পৌঁছায়নি।