1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত হেমা মালিনী

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
  • ১২৮ দেখা হয়েছে

113230_1 (Mobile)বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার রাতে মথুরা থেকে জয়পুর যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হলেন অভিনেত্রী ও সংসদ সদস্য হেমা মালিনী। রাজস্থানের দৌসায় ১১ নম্বর জাতীয় সড়কে রাত নয়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মারা যায় সোনম নামে ৪ বছরের একটি শিশুকন্যা। স্থানীয় সূত্রের খবর, হাইওয়ে ধরে তীব্র গতিতে আসছিল হেমার মার্সিডিজটি। পাশের রাস্তা ধরে ঠিক সেই সময়েই জাতীয় সড়কে উঠছিল একটি অল্টো গাড়ি। চেষ্টা করেও সংঘর্ষ এড়ানো যায়নি। অল্টো গাড়িটি চালাচ্ছিলেন সোনমের বাবা। সোনম ও আর একটি শিশু ছাড়াও গাড়িতে ছিলেন দুই মহিলা। দুর্ঘটনায় কপাল ফেটে যায় হেমার। চোট লাগে পা ও পিঠে। তার কপালে সেলাই পড়েছে। হয়েছে সিটি স্ক্যানও। অবস্থা স্থিতিশীল। এফআইআর হয়েছে হেমার গাড়িচালকের বিরুদ্ধে। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০০০ সালের ১১ জুন এই দৌসা এলাকাতেই পথ দুর্ঘটনায় মারা যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা রাজেশ পায়লট।

সূত্র: আনন্দবাজার

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com