নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর সরওয়ার কামাল’কে নৃশংসভাবে গুলি করে হত্যায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার অন্যতম হোতা হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১১ মামলার আসামী ইউসুফ বার্মাইয়া ডাকাত’কে একটি থ্রি কোয়ার্টার গান ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে।
গত ১৯ সেপ্টেম্বর ফাঁসিয়াখালী এলাকায় সরওয়ার কামাল (৩৫),’কে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়।
উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মোঃ ইউসুফ (৩৯) বাদী হয়ে গত ২১/০৯/২০২১ চকরিয়া থানায়
এম আজিজুল হক সুমন (৩৫) ও মোঃ ইউসুফ (৪৮) কে প্রধান আসামীসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত হত্যাকান্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে র্যাব-৭ উক্ত ঘটনায় ছায়াতদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাব-৭ গোপন সংবাদে হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান ও ২নং আসামী চকরিয়ার চিরিঙ্গা এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ২৫ অক্টোবর সাড়ে ১১ টায় র্যাব-৭ চট্টগ্রাম এর একটি দল উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে র্যাব-সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ ইউসুফ বর্মাইয়া ইউসুফ ডাকাত’ (৪৫)কে গ্রেপ্তার করে। তার কোমরে পরিহিত লুঙ্গির পিছনে গুজানো অবস্থায় ১ টি থ্রীকোয়ার্টার গান ও ৬ রাউন্ড উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১১ টি’র অধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইউসুফ ডাকাত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।