মহেশখালী প্রতিনিধি :
মহেশখালী উপজেলার হোয়ানক হরিয়ারছড়া এলাকায় সীমানা বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৫ জুলাই সকাল ৬ টার দিকে হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকায় । বাড়ীর পার্শ্বের পাহাড় কাটাঁর সময় বাধাঁ দেওয়ায় প্রতিপক্ষ মাহমুদুল হক,রিদুয়ান, সাইফুল ইসলাম, হামিদ ও রাশেদা বেগমের নেতৃত্বে পাহাড় কাটার কুদাল হন্দি ও দা দিয়ে একই এলাকার কাছিম আলীর পুত্র মোঃ ইসমাঈল (২৫)ইলিয়াছ(৩০) মোঃ ইদ্রিস(৪০)নুরুল ইসলামের স্ত্রী ফরিজা খাতুন (৩৪) ও মোঃ ইদ্রিসের স্ত্রী মমতাজ বেগম (৩৫) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে মূহুমূর্ষ অবস্থায় ফরিজা সহ গ্রুরুতর আহতদের দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ ও ফরিজা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। অপর আহত মমতাজ বেগম ও মোঃ ইসমাঈল কে মহেশখালী হসিপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আহতদের পরিবার স্থানীয়দের ভাষ্যমতে হামলাকারী মাহমুদুল করিম একজন ভূমি দস্যু প্রায় সময় বাড়ীর পার্শ্বের পাহাড় কাটা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ লেগে থাকে। গতকাল ভোরে বৃষ্টির সুবাধে মাহামদুল করিম ও তার লোকজন পাহাড় কাটা সমতল করা শুরু করলে ঈসমাইলের পরিবার বাধা প্রদান করলে পাহাড় কাটাঁর কুদাল ও হন্দি দিয়ে মারাত্বক জখম করে। মাহামদুল করিম প্রভাবশালী হওয়ায় পাহাড় কেটে মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করে ব্যবসা করলেও কেহ প্রতবাদ করেনা । যে স্থানে পাহাড় কাটা হচ্ছে সেই জায়গায় পাহাড় ধসে লোকজন প্রাণহানীর সম্ভাবনা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ সাইকুল আহমদ ভুইঁয়া জানান, ঘটনাটি তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হবে।