শুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. blog
  2. Download Firmware
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লুসিভ
  10. কক্সবাজার
  11. করোনাভাইরাস
  12. খেলাধুলা
  13. জাতীয়
  14. জেলা-উপজেলা
  15. পর্যটন

হ্নীলা মৌলভীবাজারে বৌদ্ধ সম্প্রদায়ের পুকুর দখল-বেদখল নিয়ে সংঘর্ষ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক :
এপ্রিল ২৮, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় বৌদ্ধ সম্প্রদায়ের স্বত্বদখলীয় পুকুর দখলে মরিয়া হয়ে উঠেছে একটি চিহ্নিত দস্যুবাহিনী।
এতে দখলবাজদের হামলায় নারীসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
দায়েরকৃত অভিযোগে জানা গেছে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার প্রয়াত ক্যএ এর ছেলে অংক্যয়ছেং (৫২) এর বাড়ি সংলগ্ন বাপ-দাদা’র ঐতিহ্যবাহী পুকুরটি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে একই এলাকার মৃত হায়দার আলীর ছেলে রোস্তম আলী (৬০) প্রকাশ ভূলা ও তার ছেলে জিয়া হায়দার (৩০) এর লোকজন।
অংক্যয়ছেং এর অভিযোগ তাদের বাপ-দাদার ঐতিহ্যবাহী ব্যবহৃত পুকুরটি অবৈধভাবে দখল করতে চায় রোস্তম আলী প্রকাশ ভূলার লোকজন। তারই ধরাবাহিকতায় গত ২৬ এপ্রিল (বুধবার) ভোরে রোস্তম আলী প্রকাশ ভূলা ও তার ছেলে জিয়া হায়দারের নেতৃত্বে ২০/২৫ জন লোক দা, কিরিচ, লাঠি ও লোহার রড় নিয়ে অংক্যয়ছেং এর বসতভিটায় হানা দেয়। দখলবাজরা পুকুরটি নিজেদের আওতায় আনতে ঘেরা-বেড়া দেওয়া শুরু করে। এই দৃশ্য দেখে তাদের বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন অংক্যয়ছেং। এসময় অংক্যয়ছেংকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন তার স্ত্রী মেগ্রী (৫০), ভাই ক্যখিওয়াং (৪২), ক্যখিওয়াং এর স্ত্রী মায়েমং (২৬), অংক্যংছেং এর ফুফাত ভাই তেং তেং (৩০) ও তেং তেং এর স্ত্রী এম্রানু (২২)।
হামলাকারীরা এই পরিবারের লোকগুলোকে এলোপাতারী কুপিয়ে এবং মারধর করে মারাত্মকভাবে আহত করে।
রোস্তম আলী প্রকাশ ভূলা ও তার ছেলে জিয়ার নেতৃত্বে চলা হামলাকারীদের মধ্যে ছিল হাজী সিরাজ আহাম্মদের ছেলে জাহেদুল (২৫), মোস্তাক সওদাগরের ছেলে বেলাল (২৫), মৃত হায়দার আলীর ছেলে আব্দুস সুবাহান (৩৫), সিরাজ বলীর ছেলে আবদুল্লাহ (৩৫) ও বাড়ু মিয়ার ছেলে সিরাজ (৩০) সহ ২০/২৫ জন।
তারা মারধরের পাশাপাশি নারীদের শ্লীলতাহানির চেষ্টা চালায়। অংক্যয়ছেং স্ত্রী মেগ্রীর গলায় থাকা ১ ভরি ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এছাড়া অংক্যয়ছেং এর ভাইয়ের স্ত্রী মায়েমং এর গলায় থাকা ১ ভরি ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। হামলা শেষে দখলবাজরা ঘটনাস্থল ত্যাগ করে এবং প্রকাশ্যে ঘোষনা দিয়ে যায়, তারা পুনরায় ওই পুকুর দখল করতে আসবে এতে কেউ বাধা দিলে প্রয়োজনে খুন করবে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুকুর মালিক অংক্যয়ছেং বলেন-তিনি এবং তার পরিবার এখন জীবনের নিরাপত্তহীনতায় রয়েছে। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন জীবনের নিরাপত্তা ও বাপ-দাদার ঐতিহ্যবাহী পুকুর রক্ষার্থে।
এ ব্যাপারে জানতে রোস্তম আলী (৬০) প্রকাশ ভূলাকে ফোন করলে তিনি জানান, বিষয়টি দখলবাজি নয়। এটি জমি সংক্রান্ত বিষয়। তারা আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। আমরাও তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি’
তার ছেলে জিয়া উদ্দিন হায়দার জানান, পুকুরের ঘেরা দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় একটা অভিযোগ দেয়া হয়েছে। রবিবার স্থানীয় চেয়ারম্যান বসে সমাধান করার আশ^াস দিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেছেন-বৌদ্ধ সমম্প্রদায়ের লোকজন উল্টো আমাদের উপর হামলা করেছে। তার ছবি ও ভিডিও রয়েছে। এরআগেও পুকুরের মালিক দাবী করে পরিবেশ অধিদপ্তরে মামলা করেছিল তারা কিন্তু সেটা তদন্ত করে মিথ্যা প্রমানিত হওয়ায় খারিজ করে আমাদের পক্ষে রায় দিয়েছেন।

সর্বশেষ - উপজেলা

আপনার জন্য নির্বাচিত

শহরে ডিএনসি’র অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ দুই জন আটক

শিক্ষা প্রতিষ্ঠানের ফি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তি

বিজিবি ও কোস্টগার্ডের পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার : ১৫ পাচারকারি আটক

চকরিয়ায় মুছা কাক্কা বাহিনীর ছুরিকাঘাতে ছাত্রলীগ কমী মোর্শেদ খুন

পৌরসভার ভোটে সাড়ে ৬৮ কোটি টাকা চায় পুলিশ

শপথ নিলেন উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা

‘সাধ্যের সবটুকু সামর্থ্য নিয়ে জামায়াত বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে’

চট্টগ্রামের কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২২

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ

মালয়েশিয়ায় সেকেন্ড হোমধারী বাংলাদেশীরা নজরদারিতে