1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

হ্যান্ডবল স্টেডিয়ামে গান গাইবেন শিল্পী ডন

  • আপডেটের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৪ দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক :
পল্টনস্থ এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে গান গাইবেন সময়ের আলোচিত, সারা জাড়ানো সঙ্গীত শিল্পী ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শিল্পী ডন তার এ যাবতকালে গাওয়া সব জনপ্রিয়, শ্রোতানন্দিত গানগুলো নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন। আধুনিক গানের পাশাপাশি সেখানে ফোক সঙ্গীতও পরিবেশন করবেন তিনি। আগামীকাল থেকে হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন ২য় জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতায়। বালক বিভাগে ১২টি এবং বালিকা বিভাগে ৮টি দল এতে অংশ নিবে। বালিকা বিভাগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। ওইদিন ম্যাচ শেষে জমকালো একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হবেন শিল্পী ডন। এর আগেও তিনি হ্যান্ডবল স্টেডিয়ামে গান পরিবেশন করেছেন। সেখানে গান গেয়ে শ্রোতাদের ব্যাপক প্রশংসাও কুঁড়িয়েছেন ইকবাল বিন আনোয়ার ডন।

ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষক, একজন সফল-দক্ষ পুরস্কারপ্রাপ্ত সংগঠক হিসেবে ডনের প্রশংসা সর্বজনবিদিত। অজাতশত্রু, সর্বদা হাসি-খুশি প্রাণোচ্ছল, জনপ্রিয় মিরর ম্যাগাজিন কর্তৃক ফ্রন্টলাইন রিয়েল হিরোজ পুরস্কার জয়ী ইকবাল বিন আনোয়ার গানের ভুবনেও অল্পদিনে বেশ সুনাম কুঁড়িয়েছেন। তার বেশ কিছু গান এরই মধ্যে শ্রোতামনে ঝড় তুলেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানের নিয়মিত শিল্পী তিনি। অন্য চ্যানেলেও ভিন্নধর্মী অনুষ্ঠানে গান গাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। এ ব্যাপারে শিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘ক্রীড়াঙ্গনের যে কোনো প্রোগ্রামের সঙ্গে আমাদের ওয়ালটন পরিবার কম- বেশি জড়িয়ে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন এরই মধ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে ভূষিত হয়েছে। যা আমাদের ওয়ালটন পরিবারকে আরো সমৃদ্ধ করেছে। হ্যান্ডবলের যে কোনো প্রোগ্রামে আমরা সানন্দে স্পন্সর করি। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর এবং তার কমিটির অনুরোধে জাতীয় যুব হ্যান্ডবল (অনূর্ধ্ব ১৭ বালক-বালিকা) প্রতিযোগিতায় বালিকা বিভাগের ফাইনাল শেষে আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় গান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব ইনশাল্লাহ।’

এই বিভাগের আরও খবর
  • ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ‌্য মন্ত্রণালয়ে আবেদিত ।
Site Customized By NewsTech.Com