আমিনুল কবির, কক্সবাজার আলো :
কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জন প্রার্থীর মধ্যে
প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর এ ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পেয়েই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় নামেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রয়াত কাউন্সিলর কাজী মোরশেদ আহমেদ বাবুর বড় ভাই ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমেদ শামীম পাঞ্জাবি, জেলা আওয়ামীলীগের উপপ্রচার ও দপ্তর সম্পাদক এমএ মঞ্জুর (ডালিম) সাবেক ছাত্রলীগ নেতা আনসারুল করিম (ব্ল্যাক বোর্ড) সাবেক কাউন্সিলর জিসানের ছোট ভাই শহিদুল ইসলাম শহিদ উটপাখি, সোহেল আরমান ব্রিজ এবং যুবলীগ নেতা ফরিদুল আলম টেবিল ল্যাম্প প্রতীক পেয়েছেন।
এর আগে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিন কাউন্সিলর পদপ্রার্থী মনোয়নয় পত্র প্রত্যাহার করে নেন। তারা হলেন, প্রয়াত কাউন্সিলর বাবুর স্ত্রী সানজিদা আহমেদ, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল হক মোরশেদ।
উল্লেখ্য : এ বছরের ২৬ ফেব্রুয়ারী ব্রেইন স্ট্রোক করে এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর কাজী মোরশেদ আহমেদ বাবু মারা গেলে ওয়ার্ডটি শূন্য হয়।