উখিয়া প্রতিনিধি:
উখিয়া সীমান্তের তুমব্র“ পশ্চিম কুল ও বালুখালী কাটা পাহাড় এলাকায় বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৫ জন রোহিঙ্গাকে আটক করেছে। গতকাল রবিবার সকালে আটককৃত এসব রোহিঙ্গাদের খাদ্য ও মানবিক সেবা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম। তিনি জানান, এ নিয়ে চলতি মাসে ৯১ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।