মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্রটি আরো জানায়, পুরোনো মন্ত্রীদের মধ্যে আসাদুজ্জামান খাঁন কামাল ও ইয়াফেস ওসমানকে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি মন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম ও লালমনিরহাটের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ শপথ নেবেন প্রতিমন্ত্রী হিসেবে।
নুরুল ইসলাম বিএসসি পেতে পারেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। তারানা হালিম ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর এবং নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।
সকাল থেকেই মন্ত্রিপরিষদ বিভাগের সামনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
এর আগে গতকাল সোমবার রাতেই নুরুল ইসলাম বিএসসি ও তারানা হালিম মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোন পাওয়ার কথা জানান। তাঁরা দুজনেই বলেন, বুধবার তাঁদের ঢাকায় থাকতে বলা হয়েছে।