1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

প্রাসাদের মসজিদে জুমা’আর ইমামতি করবেন এরদোগান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
  • ২৩৯ দেখা হয়েছে

123-300x240 :: নিজের প্রেসিডেন্ট প্রাসাদের বিশাল মসজিদ গত সপ্তাহেই সাধারণ মানুষের জন্য উম্মুক্ত করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এবার দেশটির একটি পত্রিকা জানিয়েছে, নতুন এই মসজিদে জুমার নামাজে ইমামতি করবেন প্রেসিডেন্ট।

তবে ঠিক কবে সেটা হতে পারে তা এখনো ঠিক হয়নি। প্রেসিডেন্ট প্রাসাদের সাথে ভাল যোগাযোগ আছে এমন একজন কলামিস্ট মঙ্গলবার ইয়েনি আকিট নামক পত্রিকায় একটি কলামে এই তথ্য জানান।

কলামিস্ট সিনান বুরহান জানান যে, গত জুমা’আর দিন মসজিদটি উদ্বোধনের পর প্রেসিডেন্ট প্রাসাদে খোঁজ নিয়ে তিনি জেনেছেন সামনে যে কোনো একদিন জুমা’আর নামাজে এরদোগান এখানে ইমামতি করবেন।

বুরহান লিখেছেন, “আমার মনে হয় ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখা আমাদের প্রেসিডেন্ট নামাজে ইমামতি করলে সেটি চমৎকার একটি বিষয় হবে।”
প্রসঙ্গত, মসজিদটিতে এক সাথে ৩০০০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। রাজধানী আংকারার এটি তৃতীয় বৃহত্তম মসজিদ।
সূত্র: টুডেস জামা

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com