জনপ্রিয় কৌতুক অভিনেতা পাপ্পু আর নেই। সোমবার ভোররাত চারটার দিকে লালবাগের নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে পাপ্পুর বয়স হয়েছিল ৪৭ বছর। তার মামা জাভেদ জানান, কয়েক মাস আগে হার্টের অসুখের কারণে অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলেন পাপ্পু। তাই অসুস্থতার কারণে নিয়মিত কাজও করতে পারতেন না তিনি। পারিবারিক সূত্র জানায়, প্রায় নয় বছর আগে বড় ছেলে মারা যাওয়ার পর একমাত্র পুত্র ও স্ত্রীকে নিয়েই ছিল তার সংসার। পুরনো ঢাকার লালবাগে জন্মেছিলেন পাপ্পু। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’র সুবাদে দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর প্রায় প্রতিটি ম্যাগাজিন অনুষ্ঠান ও কমেডি শোতে ছিলো তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বেশকিছু অনুষ্ঠানও উপস্থাপনা করেছিলেন তিনি। ছোটপর্দার গন্ডি পেরিয়ে পাপ্পু অভিনয় করেছেন ১৪ টি চলচ্চিত্রে। প্রথম ছবি সিরাজ হায়দারের ‘সুখ’। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য ‘আখেরি হামলা’, ‘শত্রু সাবধান’, ‘মেয়েরা মাস্তান’, ‘ফায়ার’, ‘ভন্ড বাবা’, ‘কালো চশমা’ প্রভৃতি।
সর্বশেষ তিনি অভিনয় করেন ‘ময়নামতির সংসার’-এ। তাকে দেখা গেছে বিজ্ঞাপনচিত্র আর নাটকেও। এর মধ্যে মোল্লা সল্টের বিজ্ঞাপন উল্লেখযোগ্য।
মোবাইল : ০১৮১৯-০৩৬৪৬০, ০১৭১২-২১৫৫৪৭. ই-মেইল : coxsbazaralo@gmail.com