এস.এম.ছগির আহমদ আজগরী,পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় আ’লীগ নেতা জাফর আলমের দেয়া ত্রানের চাউল বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল ২৯জুন সোমবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন স্পটে এগুলো বিতরণ করা হয়। জানা যায়, কক্সবাজার জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি জননেতা আলহাজ¦ জাফর আলম বি.এ(অনার্স)এম.এ টানা বর্ষন ও বেড়িবাঁধ ভেঙ্গে পানিতে পেকুয়া উপজেলা প্লাবিত হওয়ার খবর পেয়ে গতপরশু ২৮জুন রোববার বিকালে তিনি চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এতদাঞ্চলের জনপ্রিয় সঙ্গিত স¤্রাট শিল্পী মোঃ সিরাজুল ইসলাম আজাদকে নিয়ে পেকুয়া উপজেলা পরিদর্শনে আসেন। এসময় বন্যা কবলিত এলাকার দূর্গত মানূষের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের সহায়তায় পেকুয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রায় দেড়শত বস্তা চাউল অনুদান দেন। আ’লীগ নেতা জাফর আলমের ত্রানের এ চাউল দূর্গত মানূষের কাছে পৌঁছিয়ে দিতে গত ২দিন যাবত পেকুয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা প্রস্তুতি গ্রহন করেন। তারই ধারাবাহিকতায় গতকাল উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী এলাকার ৩টি স্পটে, মাতবরপাড়া, মৌলভীপাড়া, সুতাবেপারীপাড়া, রাহাতজানীপাড়া, শেখেরকিল্লাহঘোনা, হরিনাফাঁড়ি, চৈরভাঙ্গা, পূর্ব মেহেরনামা, বাঘগুজারা ব্রীজের গুরামিয়া চৌধুরী বাজার এলাকার বন্যা কবলিত আশ্রয় শিবির ও পানি বন্দি দূর্গত পরিবারের মাঝে জন প্রতি ৫কেজি করে চাউল বিতরণ করেন। আর এতে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজী, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম। এসময় উপস্থিত ছিলেন, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ বারেক, পেকুয়া উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক এম. কপিল উদ্দিন বাহাদুর, যুগ্ম-আহব্বায়ক এম. শহিদুল ইসলাম শাহেদ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।