স্টাফ রিপোর্টার
পেকুয়ায় বন্যার্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরন করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাসেম। গতকাল ৩০জুন মঙ্গলবার তার পক্ষে পেকুয়া উপজেলা আ’লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পেকুয়া সদর ইউনিয়নের দুর্গত এলাকায় মানুষের মাঝে এ নির্মান সামগ্রী বিতরন করেছেন। জানা গেছে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারনে বাগগুজারা রাবার ড্যাম এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে পানি ঢুকে সৃষ্ট বন্যায় পুরো পেকুয়া সদর ইউনিয়ন পানিতে তলিয়ে যায়। হাজার হাজার বসতি এখনো পানির নিচে রয়েছে। এছাড়া হাজার হাজার বসতি বিধ্বস্ত হয়েছে। পানি বন্দী ও গৃহহারা মানুষের মাঝে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেমের পক্ষ থেকে পেকুয়ার ১০০পরিবারকে গৃহ নির্মানের জন্য বাঁশ বিতরন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, শফিউল আলম শফি, মোস্তাক আহমদ, পেকুয়া সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি আজম খান, রাজাখালী ইউনিয়ন আ.লীগের সম্পাদক আবুল কাশেম, যুবলীগ নেতা জালাল উদ্দিন, শাখাওয়াত হোছাইন সুজন, জাফর আলম, শাহেদ ইকবাল, শিলখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ ফরিদ, আ’লীগ নেতা আবদুল মন্নান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলতাফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ আহবায়ক কফিল উদ্দিন, ছাত্রলীগ নেতা ফারুক আজাদ ও আজিম প্রমুখ।