সোমবার , ২৯ জুন ২০১৫ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মহেশখালীতে জোরপূর্বক স্বত্বীয় জায়গা দখলের অভিযোগ

প্রতিবেদক
কক্সবাজার আলো
জুন ২৯, ২০১৫ ১০:০০ অপরাহ্ণ

Ovijogএ.এম হোবাইব সজীব :
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় জোরপুর্বক স্বত্বীয় জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। পানিরছড়া বারঘর পাড়া এলাকায় ২০১২ সালে মাষ্টার হারুনর রশিদের পুত্র জাফর আলম প্রধান সড়ক ঘেঁেষ পশ্চিম পার্শ্বস্থ ১একর ২০ শতক ভিটা জায়গা ক্রয় করে। সেই ক্রয়কৃত জায়গায় মুখোশধারী কুচক্রি মহলের ইন্ধনে ও তাদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে কিছু ভাড়াটে লোক সংগ্রহ করে উপরোল্লিখিত জায়গায় কয়েকটি কাচাঁ বাড়ি তৈরী করে বসবাস করতঃ তাদের কাছ থেকে কুচক্রি মহলেরা মাসিক টাকা নিয়ে থাকে বলে সুত্রে জানা গেছে। সেই সুবাদে কুচক্রি মহলেরা ভাড়াটেদের পক্ষ নিয়েছে।

ভাড়াটে লোকেরা হলেন-মৃত নুরুল আলমের পুত্র মন্জুর আলম, মৃত শফি আলমের পুত্র মোবারেক উল্লাহ, মৃত মোজাহের মিয়ার পুত্র নুরুল ইসলাম, আব্দুল মাবুদ, কালা মিয়ার পুত্র হাবীবুল্লাহ প্রকাশ লেডাইয়া,আব্দু ছমদের পুত্র ইছু, শাহাব উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন, শাহাব মিয়ার পুত্র সোহেল ও জকরিয়া। তথ্য নিয়ে জানাযায়, জাফর আলমের স্বত্বীয় জায়গা জোরপুর্বক দখলদারদের বিরোদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানা প্রশাসন রায় দেন। এরপরে ও মুখোশধারী কুচক্রি মহলের ইন্ধনে জোরপুর্বক দখলদারেরা নিয়মিত ভাবে জাফর আলম ও তার পরিবারের অন্যান্য সদস্যদের জানে মারার হুমকী প্রদান করে আসছে। এ মতাবস্থায় জাফর আলম প্রশাসনের সার্বিক সহযোগী ও তার স্বত্বীয় জায়গা দখলদারদের কাছ থেকে উদ্ধার কামনা করছেন। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি সাইকুল আহম্মেদ ভূইঁয়া জানান, জোরপুর্বক দখলদার যেই হউক কাউকে ছাড় দেওয়া হবেনা এবং সঠিক কাগজপত্র যাচাই বাচাই করে যার সঠিক পাওয়া যায় তাকে ফেরৎ দেওয়া হবে। এলাকার সচেতন মহলেরা জানান, দীর্ঘ কয়েক বছর আগে থেকে জাফর আলম ১ একর ২০ শতক ভিটা জায়গা ক্রয় করেছিল বর্তমানে সেই জায়গার মুল্য প্রায় কোটি মত। তাই কুচক্রি মহলেরা লোভ সামলাতে না পেরে কিছু ভাড়াটে লোকদের মারফতে ভিটায় কাচাঁ বাড়ি তৈরী করে জোরপুর্বক দখল করে খাচ্ছে। এ মতাবস্থায় পুলিশ প্রশাসনেরা উদ্বেগ নিয়ে জায়গাটি ভাড়াটের কাছ থেকে দখল মুক্ত করে প্রকৃত মালিক জাফর আলমকে ফেরৎ দেওয়া দরকার।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/