চকরিয়ায় হাইওয়ে পুলিশের হাতে অনলাইন প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক ইসলাম মাহমুদ নাজেহাল হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
শনিবার রাত সাড়ে ১১ টায় তল্লাশীর নামে যাত্রী হয়রানির প্রতিবাদ করতে গিয়ে চকরিয়া ফাঁসিয়াখালীস্থ হাইওয়ে পুলিশের হাতে নাজেহাল হয় সাংবাদিক ইসলাম মাহমুদ। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী ও সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে।
নেতৃবৃন্দরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক দোষী পুলিশের শাস্তি দাবী করেন।