পলাশ বড়ুয়া :
ভিক্ষুকুল রবি, আবাল্য ব্রহ্মচারী, জ্ঞানসেন ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, শ্রীমৎ কুশলায়ন মহাথের’র পিতা ভুলুচরণ বড়ুয়া আর নেই।
জানা যায়, ১০ জুলাই, শুক্রবার, উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিমরত্না নিবাসী প্রয়াত রাজমোহন বড়ুয়া পুত্র ভুলু চরণ বড়ুয়া (৮০) শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫.৪৫মিনিটে পরলোক গমণ করেন। (অনিচ্চা বত সংখারা— তেসং বুপো সামো সুখো)। মৃত্যুকালে ৪পুত্র, ৪ কন্যা সন্তান সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। আগামীকাল ১১ জুলাই দুপুর ১টায় কোটবাজারস্থ উত্তরপাড়া বৌদ্ধ মহাশ্মশানে প্রয়াত ভুলু চরণ বড়ুয়ার অন্ত্যোষ্টিক্রয়া সম্পন্ন করা হবে এবং এতে সকলকে উপস্থিত থেকে প্রয়াত পিতার সদ্লগতি কামনা করেন ঔরসজাত সন্তান বর্তমানে সাংঘিক ব্যক্তিত্ব কুশলায়ন মহাথের।