এম আবু হেনা সাগর, ঈদগাঁও : কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের পক্ষে দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর ও ঈদগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুতাহের চৌধুরীর নেতৃত্বে ৪ জুলাই বাদে জোহর কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও মধ্যম মাইজপাড়ার অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন- ঈদগাঁও ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী ও আওয়ামীলীগ নেতা নুরুচ্ছফা, মোহাম্মদ আলম, মোহাম্মদ শফি, সিরাজুল হক, আবুল কাশেম, নুরুল আজিম ও ছলিম উল্লাহসহ আরো অনেকে। অসহায় পরিবার সাংসদ সাইমুম সরওয়ার কমলের পক্ষে চার কেজি করে ত্রাণ সরূপ চাউল পেয়ে মহাখুশিতে উৎফুল্ল।