ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দুই ব্যক্তির জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। জানা যায়, ২৫ জুলাই জালালাবাদ ইউনিয়নের মোহনবিলা এলাকার মৃত মীর আহমদের পুত্র ডাঃ মোজাম্মেল হক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন। ২৬ জুলাই তাঁর নামাজে জানাযা মোহনবিলা কেন্দ্রীয় জামে মসজিদে দুপুর ২টায় সম্পন্ন হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। অপরদিকে ২৬ জুলাই ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজপাড়ার সদ্য সৌদিফেরত আবুল কাসেমের মাতা দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত হয়ে দুপুর ২টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না—- রাজেউন)। একই দিন এশারের নামাজের পর মাইজপাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পরবর্তী তাঁকে জুমবাড়ী জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। এ দুই ব্যক্তির মৃত্যুতে তাঁদের পরিবার পরিজনের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেন- দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর, ঈদগাঁও ছাত্রলীগ সভাপতি ইরফানুল করিম, ঈদগাঁও ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রমজান আলী, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।