এম আবু হেনা সাগর, ঈদগাঁও : কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ উঠেছে। জানা যায়, ২০১৩ সালের ২ অক্টোবর ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনার মনোহার মিয়ার পুত্র মোহাম্মদ কুদরত উল্লাহ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে একটি সাধারণ ডায়েরী করে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে। এতে বিবাদীরা হল- একই ইউনিয়নের মেহেরঘোনার মৃত আমির হোসেনের পুত্র বদিউল আলম ও তার স্ত্রী তফুরা বেগম। ডায়েরী সূত্রমতে, কুদরত উল্লাহ একজন আইন মান্যকারী লোক হয়। পক্ষান্তরে বিবাদীরা লোভী, প্রতারক, মানবপাচারকারী, সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক হয়। অদ্য হতে ৩/৪ মাস পূর্বে কুদরত উল্লাহর ছেলে মিজানকে মালয়েশিয়ায় পৌছে দেয়ার কথা বলে মৌখিক চুক্তির ভিত্তিতে ৩ লক্ষ টাকা সাব্যস্থ করে উক্ত তারিখে নগদ ১ লক্ষ টাকা গ্রহণ করে এবং পাসপোর্ট সহ তার ছেলেকে মালয়েশিয়ায় পৌছে দিবে বলে নিয়ে যায়। সে হতে অদ্যবদি তার ছেলে মিজানের কোন ধরণের খোঁজ-খবর পায়নি। এতে বিবাদীদের নিকট জানতে চাইলে তারা আমার ছেলেকে কয়েকদিনের মধ্যে মালয়েশিয়া হতে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দেয়। তবুও বারবার গিয়ে ছেলের খোঁজ খবর চাওয়া হলে এতে বিবাদীরা উল্টো টাকা-পয়সা দাবী করে দুর্ব্যবহারের মাধ্যমে আমার বিরুদ্ধে মামলা করবে বলে হুমকি-ধমকি এবং ভয়-ভীতি প্রদর্শন করে। সে সাথে এ বিষয়ে কাউকে জানালে আমার ছেলেকে আর কখনো পাবে না মর্মে জানায়। এমতাবস্থায় আমি আমার ছেলেকে মালয়েশিয়ায় না নিয়ে খুন করে লাশ গুম করতে পারে অথবা অন্যত্র পাচার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছি। তাই আইনগত সহায়তা পাওয়ার আশায় মডেল থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করছে বলে জানা যায়।
মোবাইল : ০১৮১৯-০৩৬৪৬০, ০১৭১২-২১৫৫৪৭. ই-মেইল : coxsbazaralo@gmail.com